হযরত জমির শাহ মস্তান (রঃ) এর বাৎসরিক ওরশ শুরু


সংবাদদাতা, কুমিল্লা (উত্তর) প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২১, ৭:০৭ পূর্বাহ্ন / ১৩৭
হযরত জমির শাহ মস্তান (রঃ) এর বাৎসরিক ওরশ শুরু

কুমিল্লার মুরাদনগরে শুরু হয়েছে হযরত কাজী শাহ মোফাজ্জল হোসেন জমির শাহ মস্তান (রঃ)প্রকাশ্ হযরত জমির শাহ মস্তান (রঃ) এর তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক।

২৮, ২৯ ও ৩০ জানুয়ারী মুরাদনগর মধ্যপাড়া হযরত জমির শাহ মস্তান (রঃ)এর মাজারে ভক্ত আশেকানদের নিয়ে তিনদিন ব্যাপী এই বাৎসরিক ওরশ মোবারক পালন করা হবে।

মাজারের খাদেম কাজী শারফিন শাহ বলেন, মাজার আলোকসজ্জাসহ ওরশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এরই মধ্যে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আশেকানরা চলে এসেছেন। জমির শাহ মস্তান (রঃ)এর পবীত্র ওরশে ভক্তবৃন্দসহ সবাইকে দাওয়াত করেন খাদেম কাজী শারফিন শাহ।