হরিনাকুন্ডে মেয়রপ্রাথী পরিবর্তন দাবীতে মানববন্ধন


মোঃ আতিকুর রহমান (রাদ্),ঝিনাইদহ প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২০, ৯:৫৬ পূর্বাহ্ন / ১৫৭
হরিনাকুন্ডে মেয়রপ্রাথী পরিবর্তন দাবীতে মানববন্ধন
ঝিনাইদহে হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ঘোষিত মেয়র প্রার্থী পরিবর্তনের দাবীতে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দোয়েল চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম পিলু মল্লিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আশরাফুল হক জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিটন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ আসন্ন হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী মোঃ ফারুক হোসেনের নাম বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
বক্তব্যে তারা বলেন, ফারুক হোসেন কখনো কোন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের পক্ষে কাজ করেননি, সব সময় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আমরা আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি নিশ্চয় বিবেচনা করবেন।
এসময় নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচনগুলোতে বিদ্রোহী প্রার্থী ও তাদের সহযোগীদের দলীয় মনোনয়ন না দেওয়ার অঙ্গীকার করেছেন। সে আলোকেই অবিলম্বে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়টি পূণর্বিবেচনার দাবী জানান।