হাতিবান্ধায় যমুনা ব্যাংকের শাখা উদ্বোধন
সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা(লালমনিরহাট)
প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২০, ৫:৩৭ পূর্বাহ্ন /
২৪৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যমুনা ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের মৌলতান ভবনে যমুনা ব্যাংক হাতিবান্ধা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট -১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন।
যমুনা ব্যাংক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হাতিবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরুল আমিন প্রমুখ।
এতে প্রায় কয়েক শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :