লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লিপন রায়কে সভাপতি ও রাফিউল হোসেন সম্পদকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার (১৬ মার্চ) জেলা ছাত্রলীগ সভাপতি মো. রাশেদ জামান ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জুলাই হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। ফলে সেই থেকে উপজেলা ছাত্রলীগের কমিটি ছিল না। নতুন ঘোষিত কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রলীগ গতিময় হবে এমন অভিমত স্থানীয় ছাত্রলীগের।
আপনার মতামত লিখুন :