হাতীবান্ধায় আমন ধান-চাল সংগ্রহ উদ্ধোধন
সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২০, ১:৪৭ অপরাহ্ন /
২০৯
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভ্যন্তরিন আমন ধান ও চাল সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা এল.এস.ডি অফিস আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন ফিতা কেটে আমন ধান ও চাল সংগ্রহের উদ্ধোধন করেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও উপজেলা কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া।
আপনার মতামত লিখুন :