হাতীবান্ধায় জমকালো আয়োজনে দৌড়’র যাত্রা


সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২০, ৬:৪১ পূর্বাহ্ন / ৩৪৫
হাতীবান্ধায় জমকালো আয়োজনে দৌড়’র যাত্রা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উচ্চ গতির ইন্টারনেট ব্রডব্যান্ড দৌড়’র হাতীবান্ধা শাখার উদ্ধোধন করা হয়েছে। এতে প্রায় কয়েক শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ব্রডব্যান্ড দৌড়’র হাতীবান্ধা শাখার চ্যালেন পার্টনার তাসবিউল হাসান সিয়াম আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
দৌড় ব্রডব্যান্ডের উর্ধতন ব্যবস্থাপক বরকতুল আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধন অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
ছাত্রনেতা দেবাশীষ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংগীমারী ইউপি চেয়ারম্যার মনোয়ার হোসেন দুলু, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরল আমিন, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু দিলীপ কুমার সিংহ।