লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাজারের পূর্ব পার্শ্বের দক্ষিন গড্ডিমারী হইতে চিলাখাল পর্যন্ত ড্রেন নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে সিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি উক্ত কাজের উদ্ধোধন করেন।
সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী নজির হোসেন, কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া, সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাইফুন ও মহিলা লীগের সভাপতি আলেয়া বেগম।
আপনার মতামত লিখুন :