‘কমলা রঙের বিশ্বে নারী-বাঁধার পথ দেবেই পাড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা, সেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বুধবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও চেক বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা শিক্ষা অফিসার সামিউল আমিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, কৃষি সম্পসারন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি শামিমা সুলতানা প্রমূখ।
এরপর ৫ জয়িতা নারিকে সম্মাননা প্রদান এবং সেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :