হাতীবান্ধায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ২:৩৩ অপরাহ্ন /
১০৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রবিবার (১০ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী মাহমুদুল হাসান সোহাগ।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার সিংহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল, শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্ট, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা বেগম, সম্পাদিকা মর্জিনা বেগম, যুব মহিলালীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :