লালমনিরহাটের হাতীবান্ধায় বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৫) নামে এক অটো বাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহত আয়েশা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার শস্য গুদাম এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে উপজেলার শস্য গুদাম এলাকায় লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে অটো বাইক থেকে নামেন ওই নারী। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কায় দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এছাড়া ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।
আপনার মতামত লিখুন :