হাতীবান্ধায় বাসের ধাক্কায় নিহত-১


মোঃ হযরত আলী, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২১, ১:১৭ অপরাহ্ন / ১৭১
হাতীবান্ধায় বাসের ধাক্কায় নিহত-১

লালমনিরহাটের হাতীবান্ধায় বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৫) নামে এক অটো বাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহত আয়েশা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত আব্দুস সামাদের স্ত্রী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার শস্য গুদাম এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে উপজেলার শস্য গুদাম এলাকায় লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে অটো বাইক থেকে নামেন ওই নারী। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কায় দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এছাড়া ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।