হাতীবান্ধায় মহিলা কলেজের ৪র্থ তলার ভিত্তি প্রস্তর স্থাপন


সংবাদদাতা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২১, ১:০১ অপরাহ্ন / ৪৭৩
হাতীবান্ধায় মহিলা কলেজের ৪র্থ তলার ভিত্তি প্রস্তর স্থাপন

লালমনিরহাটের হাতীবান্ধায় ফকির পাড়া আদর্শ মহিলা কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে কয়েক শতাধিক শিক্ষার্থী, মান্যগণ্য ব্যক্তি ও উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে আদর্শ মহিলা কলেজ মাঠে উদ্ধোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ হাতিবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, বড়খাতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বকুল হোসেন, খালেকুজ্জামান চয়ন, মিলন সরকার প্রমুখ।