লালমনিরহাটের হাতীবান্ধায় এক মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেধে নির্যাতন করায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনকে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজনে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটর যুগ্ন সাধারন সম্পাদক আজিজুল হক, হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল, সাধারন সম্পাদক রনিউল ইসলাম রিপন, সহ সভাপতি জামিয়ার জয়, মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ নেতা হাসানুজ্জামানসহ আরও অনেকে।
বক্তরা বলেন, অবিলম্বে অভিযুক্ত মহির চেয়ারম্যানকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
প্রসঙ্গত, শনিবার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে নিজ বাড়ি থেকে চৌকিদার ও চেয়ারম্যান তার বাসায় তুলে নিয়ে যায়। এরপর চেয়ারম্যান ও চৌকিদার ওই মুক্তিযোদ্ধাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন।
আপনার মতামত লিখুন :