হাতীবান্ধায় সম্ভাবনা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা(লালমনিরহাট) প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২০, ১:৫৫ অপরাহ্ন / ২৪৯
হাতীবান্ধায় সম্ভাবনা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যুব সমাজকে খেলাধূলায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সম্ভাবনা ফুটবল টুর্নামেন্টে -২০২০ এর উদ্বোধন করা হয়। খেলার প্রথম দিনে ১৬টি টিমের মধ্যে ২টি টিমের খেলা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম পল্লবের এর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার হ্যালিপ্যাড মাঠে হ্যালিপ্যাড যুব সংঘ এ খেলার আয়োজন করেন।

উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্টর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

আরও বক্তব্য রাখেন হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, সিংগীমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এম জি মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী প্রমূখ।

এছাড়া ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।