হারাগাছে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণ চেষ্টা : থানায় মামলা


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২১, ১:২০ অপরাহ্ন / ১৫৫
হারাগাছে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণ চেষ্টা : থানায় মামলা

রংপুরের কাউনিয়ার হারাগাছে বাক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাতে মামলা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগির পরিবার ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার ধুমেরকুটি গ্রাম এলাকায় স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে একই ইউনিয়নের ভিতরকুটি গ্রামের মৃত হামেজ দালালের বিবাহিত ছেলে সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম (৪০)।

এ সময় শিশুটির মা ও বাবা বাড়িতে ছিলেন না।

ধর্ষণ থেকে বাঁচতে শিশুটি চিৎকারে লোকজন এগিয়ে আসলে লম্পট আশরাফুল পালিয়ে যায়।

শিশুটির মা আরো বলেন, আমার প্রতিবন্ধী মেয়ে স্কুল যাওয়া আসার পথে ওই লম্পট আশরাফুল প্রায় উত্ত্যক্ত করতো। মেয়ে বাড়িতে এসে আমাকে জানালেও প্রতিবন্ধী হওয়ায় তার কথায় আগে গুরুত্ব দেয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশরাফুলকে আসামি করে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতারে চেষ্টা চলছে।