হারাগাছ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এরশাদুল


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২১, ১:০৯ অপরাহ্ন / ১৪৮
হারাগাছ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এরশাদুল
রংপুরের হারাগাছে পৌর নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই মধ্যে হতদরিদ্র ও অবহেলিত বঞ্চিত সাধারন মানুষের নেতা এরশাদুল হক এরশাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে হারাগাছ পৌরসভার উন্নয়ন ও সেবা মূলক কাজ করতে চান।
রবিবার (৩১ জানুয়ারী) বিকালে এরশাদুল হক এরশাদের পথসভায় অংশগ্রহন করেন হারাগাছের সামাজিক, সুশীল, শ্রমিক, দিনমজুর, কৃষক ও বিভিন্ন স্তরের জনগণ। পথসভা শেষে বিশাল এক মিছিল বাংলাবাজার, মেনাজ বাজার, হক বাজার, পাইকার বাজার, দালালহাট বাজার, মায়া বাজার ও হারাগাছের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরশাদুল হক এরশাদ বলেন, হারাগাছ পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত।  তাকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করলে তিনি হারাগাছ পৌরসভার উন্নয়নমূলক ও ডিজিটাল পৌরসভা হারাগাছবাসীকে উপহার দিবেন।