হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা কমিটি অনুমোদন


সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২০, ৫:৩৭ পূর্বাহ্ন / ২৯৭
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুকে সভাপতি ও অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দকে সাধারণ সম্পাদক করে গত ৯ ডিসেম্বর বুধবার তিনি ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কমিটির এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি মন্ডলির সদস্য উদয় শংকর পাল মিঠু, মাস্টার জেমসেন বড়ুয়া(মহেশখালী), অথোই অং রাখাইন বুবু(টেকনাফ), ডাঃ চন্দন কান্তি দাশ(কক্সবাজার পৌরসভা), শময়েল অপু সরদার(ডুলাহাজারা, চকরিয়া), অমর বিন্দু বড়ুয়া (রামু), যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ পরিমল কান্তি দাশ, ডালিম বড়–য়া, চঞ্চল দাশ গুপ্ত, স্বপন গুহ, মুকুল কান্তি দাশ (চকরিয়া), স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া, জনি ধর, প্রকাশ সিকদার (রামু), স্বপন শর্মা রনি (উখিয়া), পরিমল বড়ুয়া(চকরিয়া), চন্ডী আচার্য্য, অর্থ সম্পাদক শুভাশীষ বড়ুয়া পিকু, দপ্তর সম্পাদক অজিত কুমার দাশ হিমু, প্রচার সম্পাদক তপন ধর, গণসংযোগ বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী আগুন (ঈদগাঁও), যুব বিষয়ক সম্পাদক সোহেল বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক আভাষ শর্মা বিশু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রতন বড়–য়া, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি শর্মা(রামু), শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক, দেবাশীষ দাশ দেবু, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মান্না পাল, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক দীপন বিশ্বাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কমল দাশ সাধন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত বড়ুয়া রিকু (রামু), আদিবাসি বিষয়ক সম্পাদক মংথেহ্লা রাখাইন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শ্রীমন্ত পাল সাগর, রাজনীতি বিষয়ক সম্পাদক শুভদত্ত বড়ুয়া, পেশাজীবি বিষয়ক সম্পাদক সৈকত শীল লাবলু(চকরিয়া), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডাঃ ডিবি শর্মা(এমবিবিএস), সহ-সাংগঠনিক সম্পাদক রুপম চৌধুরী, ডাঃ উল্লাস ধর, শিপন বড়ুয়া(রামু), সুমন কান্তি দাশ(চকরিয়া), সজল দেবনাথ(পেকুয়া), সহ-অর্থ সম্পাদক সেবক পাল, সহ- দপ্তর সম্পাদক সজল কান্তি দে(ঈদগাঁও), সহ-প্রচার সম্পাদক জ্যোতি মল্লিক বাব,ু সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক বিকাশ কান্তি সুশীল, সহ-যুব বিষয়ক সম্পাদক প্রিতম ধর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুজন শর্মা জন(কক্সবাজার পৌরসভা), সহ-আইন বিষয়ক সম্পাদক প্রদীপ শর্মা(রামু), সহ-মহিলা বিষয়ক সম্পাদক সোমা দাশ, সহ-শিক্ষা ও গবেষনা সম্পাদক মাষ্টার সুমন শর্মা(ঝিলংজা), সহ-তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মনি বড়ুয়া(ঝিলংজা), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মৃদুল মল্লিক, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লালন পাল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর পাল সাজু, সহ-আদিবাসি বিষয়ক সম্পাদক আলাখিন রাখাইন(খুরুশকুল), সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রনজিত দাশ(চকরিয়া), সহ-রাজনীতি বিষয়ক সম্পাদক অরুণ বড়ুয়া(ঝিলংজা), সহ-পেশাজীবি বিষয়ক সম্পাদক উৎসবময় চৌধুরী, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নয়ন দে এবং এ কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- এডভোকেট রনজিত দাশ, এডভোকেট অরুপ বড়ুয়া তপু, এডভোকেট তাপস রক্ষিত, বাবুল শর্মা, রাজ বিহারী দাশ, সত্যপ্রিয় চৌধুরী দোলন, উজ্জ্বল কর, স্বরুপম পাল পাঞ্জু, বেন্টু দাশ, এডভোকেট প্রতিভা দাশ, দীপ্তি শর্মা, এডভোকেট অনিল কান্তি বড়ুয়া(উখিয়া), অধ্যাপক নীলোৎপল বড়ুয়া(রামু), রতন বরণ দাশ(চকরিয়া), শিবু ভট্টাচার্য(টেকনাফ), মেধু কুমার বড়ুয়া(উখিয়া), নারায়ন কান্তি দাশ(চকরিয়া), ডাঃ রাজীব সেন(কুতুবদিয়া), বিপ্লব মল্লিক শুভ, এডভোকেট বাপ্পী শর্মা, বুলবুল তালুকদার, শিমুল পাল, অশোক কুমার বড়ুয়া, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সাংবাদিক ছোটন কান্তি নাথ(চকরিয়া), পলাশ সুশীল(চকরিয়া), সাংবাদিক রতন কান্তি দে(উখিয়া), ডাঃ পরিমল কান্তি সুশীল(মহেশখালী), সুব্রত দত্ত(মহেশখালী), চন্দন কুমার দে(ডুলাহাজারা), ডাঃ অজিত কান্তি দে(ঈদগাঁও), ডাঃ রতন কান্তি দে(মহেশখালী), রুপন বড়ুয়া(উখিয়া), মধু সরকার মহেশখালী, নরেশ কুমার সুশীল (পেকুয়া), দেবাশীষ দে, বিন্দু আচার্য্য অজয়(সদর), সুমন শর্মা(উখিয়া), ডাঃ তপন কান্তি দাশ(কুতুবদিয়া), সুনিপ দাশ সৌরভ(চকরিয়া)।