হিলি সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ


সংবাদদাতা, দিনাজপুর প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২১, ১২:২৯ অপরাহ্ন / ১৪০
হিলি সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের হিলি সীমান্তে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন।

এসময় ২০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এইসব শীতার্তদের শীত নিবারনের জন্য আমাদের সামান্য উপহার।

তিনি আরও বলেন, সীমান্তের ৯টি বিওপি ও ৩টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়েছে।