হুতির কাছে হাইপারসনিক মিসাইল!


আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ১১:২৪ অপরাহ্ন /
হুতির কাছে হাইপারসনিক মিসাইল!

ইয়েমেনের হুতি বাহিনীর কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রিয়া নভোস্তি।

গণমাধ্যমটিকে হুতির এক সামরিক সূত্র জানিয়েছে, তাদের তৈরি ওই মিসাইল শব্দের আটগুণ গতিতে ছুটতে পারে।

ফলে লোহিত সাগরসহ এর আশেপাশের সামুদ্রিক অঞ্চলে হুতির হামলা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরাইলের বর্বরতার প্রেক্ষাপটে লোহিত সাগর অঞ্চলে সামরিক হস্তক্ষেপ জোরদার করেছে হুতিরা। এরইমধ্যে প্রায় অর্ধশত হামলা চালিয়েছে তারা।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই দাবির পক্ষে কোনো প্রমাণ এখনও দিতে পারেনি হুতিরা। তবে তারা গত কয়েক সপ্তাহ ধরেই ‘সারপ্রাইজ’ আসছে বলে অভিনব কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। হুতি বাহিনীর প্রধান সমর্থনকারী দেশ ইরানের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, হুতির কাছে যদি সত্যিই হাইপারসনিক মিসাইল থেকে থাকে, তাহলে তা ইরান থেকেই এসেছে।

বিশ্বের যে তিনটি দেশের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে তার আরেকটি হচ্ছে রাশিয়া। মূলত শব্দের পাঁচগুন গতিতে ছুঁটতে পারে এমন মিসাইলকেই হাইপারসনিক ক্যাটাগরির হিসেবে ধরে নেয়া হয়। বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হাইপারসনিক মিসাইল ঠেকাতে পারে না। চীনের কাছেও হাইপারসনিক প্রযুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রও এই অস্ত্র আবিষ্কারের কাছাকাছি রয়েছে বলে জানা যায়।