৮ বছর আগে মৃত ব্যক্তি মামলার প্রধান আসামি!


পাবনা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন /
৮ বছর আগে মৃত ব্যক্তি মামলার প্রধান আসামি!

পাবনার সুজানগরে বালু উত্তোলনের অভিযোগে সুজানগর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাবুল আক্তারের দায়ের করা এক মামলায় প্রধান আসামি করা হয়েছে ৮ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি চর ভবানীপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে ওই এলাকার বন্দের মন্ডলের ছেলে ৮ বছর আগে মারা যাওয়া কাদের মন্ডলকে।

মৃত কাদের মন্ডলের স্ত্রী আসমা খাতুন বলেন, ‘৮ বছর আগে আমার স্বামী মারা গেছেন। হঠাৎ করে শুনলাম আমার স্বামীকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে প্রধান আসামি করা হয়েছে। একজন মৃত মানুষ কীভাবে এখন বালু উত্তোলন করতে পারে? এজন্য যারা দায়ী তাদের শাস্তি চাই।’

মামলার প্রধান স্বাক্ষী ইকবাল সরদার বলেন, ‘আমি মামলার বিষয়ে কিছুই জানি না। পরে শুনলাম আমাকে নাকি স্বাক্ষী করা হয়েছে।’

অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাবুল আক্তার বলেন, ‘মামলা সংশোধন করতে থানায় আবেদন করেছি।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘নায়েব সাহেব যেভাবে এজাহার দিয়েছেন সেভাবেই আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি।’

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, ‘এবিষয়ে থানায় লিখিতভাবে দেওয়া আছে। কোনো সমস্যা হবে না। পরবর্তীতে চার্জশিট থেকে নাম বাদ যাবে।’