কাশিয়ানীতে করোনা মোকাবিলায় কঠোর লকডাউন


আশরাফুজ্জামান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রকাশের সময় : জুন ২৬, ২০২১, ১:৪৩ অপরাহ্ন / ২৮০
কাশিয়ানীতে করোনা মোকাবিলায় কঠোর লকডাউন

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহামারী করোনা মোকাবিলায় চলছে কঠোর লকডাউন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে

জনসচেতনতা বাড়াতে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সার্বিক দিকনির্দেশনায় সরকারি বিধি নিষেধ অনুযায়ী লকডাউন কার্যকর

করতে সর্বদা উপজেলার সর্বত্র মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়।

কাশিয়ানী উপজেলার জনসাধারণকে ভালো রাখতে নিজেকে উৎসর্গ করে চলেছেন।

কোভিড-১৯ মহামারী হঠাৎ উর্দ্ধগতি ধারণ করায় গত ২২ জুন হতে ৭ দিনের লকডাউন ঘোষণার শুরু থেকেই কঠোর অবস্থানে কাশিয়ানী উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ জুন) দুপুর ১২ টার সময় জনসাধারণকে সচেতন করতে কয়নগর বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ বিধি মেনে চলতে উপস্থিত সকলকে আহ্বান জানান।