কুমিল্লায় অপহরণ ও নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে


কুমিল্লা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন /
কুমিল্লায় অপহরণ ও নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

কুমিল্লার তিতাসে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় অপহরণ করে নির্যাতন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (০৫ মে) দুপুর ১২টায় তিতাস প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে নির্যাতিত মো. শামীম মিয়ার বড় ভাই মো. পলাশ বলেন, আমার বোন পান্না আক্তারের কাছে মাছিমপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনসহ আরও কয়েকজন মিলে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় আমার ছোট ভাই শামীমকে অপহরণ করে নির্যাতন করে। পরে আমি ৯৯৯-এ ফোন করলে তিতাস থানার এসআই তানভীর এসে ফরিদপুর সড়ক থেকে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন।

এ বিষয়ে মীর শওকত লিটন বলেন, শামীম ও পান্না তারা ভাই-বোন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তাদের মা রাশিদাও জীবিত থাকতে মাদক বিক্রি করতো। আমরা এলাকায় মাদক বন্ধের উদ্যোগ নেয়াতে তারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলেছে।

তিতাস থানার এসআই তানভীর বলেন, আমি ৯৯৯-এ ফোন পেয়ে মঙ্গলকান্দি মাদ্রাসায় গিয়ে স্থানীয়দের থেকে বিস্তারিত জেনে ফরিদপুর সড়কের দিকে যাই। এ সময় সায়েম নামের এক ছেলের সঙ্গে ভিকটিম শামীম আহতাবস্থায় আসছিল। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।