চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে দুই নারীর মৃত্যু


মোঃ মিজানুল হক, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন /
চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে দুই নারীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেগুয়ারখাল গ্রামে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে এক ঘণ্টার ব্যবধানে দুইজন মারা গেছেন।
সোমবার (২২ এপ্রিল) স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় আশুরা খাতুন(২৫) ও আয়েশা বেগম (৭০) নামের দুই মহিলা মারা যান।
তারা দু’জনই আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা।
গ্রাম সূত্রে জানা যায়, বেগুয়ারখাল গ্রামের আনোয়ার হোসেন খুব সকালে না খেয়েই মাঠে ক্ষেতে কাজ করতে যান। সকালে স্ত্রী আশুরা খাতুন স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাচ্ছিলেন। স্বামীর ক্ষেত পর্যন্ত পৌঁছার আগেই জমির আইলে পা বেধে আশুরা খাতুন মাটিতে পড়ে যান। মাঠের কৃষকরা ঘটনাস্থলে পৌছে আশুরাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে তোড়জোড় করার সময়ই তিনি মারা যান। আশুরা-আনোয়ার দম্পত্তির একটি সাত বছরের মেয়ে সন্তান রয়েছে।
এর এক ঘণ্টা পর  গ্রামের আক্কাস আলীর স্ত্রী আয়েশা বেগম মারা যান। ক’দিনের তীব্র গরমে তিনি হাসফাস করছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, কয়দিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। দুজনই হিট স্ট্রোকে মারা গেছেন বলে প্রথামিকভাবে ধারনা করা হচ্ছে।