চোর সন্দেহে রিকশাচালককে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যা


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৪:১১ অপরাহ্ন /
চোর সন্দেহে রিকশাচালককে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যা

রাজধানীর নর্দ্দায় চোর সন্দেহে শাকিল (২৫) নামে এক রিকশাচালকে হাত, পা, চোখ বেঁধে মারধর করে গুরুতর আহতাবস্থায় ছাদ থেকে ফেলে দেয়া হয় গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল)।

শনিবার (২৭ এপ্রিল) গুরুতর আহত তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাকিলের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শাকিলকে নির্যাতন করে পরে রাতে ছাদ থেকে ফেলে দেয়া হয়। শাকিলের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার একটি আড়াই বছরের ছেলে আছে।

জানা যায়, কয়েক দিন আগে নর্দ্দার জাহাঙ্গীর সাহেবের বাড়ি থেকে কিছু বৈদ্যুতিক তার চুরি হয়। চুরিতে জড়িত একজনকে আটক করে মারধর করে চুরির ঘটনায় আর কেউ সম্পৃক্ত কি না জানতে চাইলে সে শাকিলের কথা জানায়। পরে শাকিলকে ডেকে নয় তলা বাড়ির ছাদে নিয়ে হাত-পা-চোখ বেঁধে মারধর করে। একপর্যায়ে হাত-পা-চোখ বাধা অবস্থায় ছাদ থেকে ফেলে দেয়।

এ ঘটনায় শাকিলের বাবা আলেক মিয়া বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছে। ঘটনায় ওই ভবনের মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে (২০) গ্রেফতার করে পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, চোর সন্দেহে মারধর করে তাকে হত্যা করেছে। মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন‌্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।