বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ


মোঃ হেলাল উদ্দিন, বান্দরবান প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন /
বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।

সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহে নেওয়াজ, পৌরমেয়র মো. সামসুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়।

সভায় বীর বাহাদুর উশৈসিং বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। তিনি সব সময় কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। পার্বত্য এলাকায় কৃষকদের ব্যাপক উন্নয়ন হচ্ছে। কৃষকদের উন্নয়নের স্বার্থে সরকার দুর্গম এলাকায়ও বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দিচ্ছে।

অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে পাঁচকেজি করে উফশী বীজ এবং ১০ কেজি করে ডিএমপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।