বিনা চিকিৎসায় ধুঁকছেন সবার প্রিয় ‘মোবারক স্যার’


কুমিল্লা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ৮:১১ পূর্বাহ্ন /
বিনা চিকিৎসায় ধুঁকছেন সবার প্রিয় ‘মোবারক স্যার’

কুমিল্লা নগরীর কুমিল্লা হাইস্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক মোবারক হোসেন। সদাবিনয়ী মোবারক হোসেন ৪০ বছরের শিক্ষকতা জীবনে ছাত্র-অভিভাবক আর প্রতিষ্ঠান- সবখানে ছিলেন সবার প্রিয়। জড়িত ছিলেন স্কাউটের সাথেও। ২০১৮ সালে অবসরে যাওয়ার পরে শরীরে হার্টে ব্লক, গল-ব্লাডারে ইনফেকশন ও ডায়াবেটিসসহ নানা রোগ বাসা বাঁধে। নিজের সঞ্চয় শেষে এ পর্যন্ত ঋণ হয়েছে ১০ লাখ টাকা।

মঙ্গলবার (০৭ মে) বিকালে বাসায় গিয়ে দেখা যায়, সরু গলিতে টিনসেটের বাসায় বিছানায় পড়ে আছেন মোবারক হোসেন। শব্দ করে শ্বাস ফেলছেন। স্যালাইনের ড্রপ পড়ছে টপটপ। হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক অনেকটা নিথর নিস্তব্ধ।

প্রতিবেশী আশরাফুল আলম অভি জানান, মোবারক হোসেনের এক ছেলে তিন মেয়ে। ছেলে পোশাক কারখানায় চাকরিতে যা বেতন পায় তাতে দৈনন্দিন খরচ চালানোই দায়। পিতার ব্যয়বহুল চিকিৎসার কথা সে ভাবতেই পারছেনা।

স্ত্রী জোসনা বেগম বলেন, তার স্বামী কয়েক বছর ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। তবে গত দুই মাস ধরে অসুখের তীব্রতায় শয‌্যাশায়ী। তার কথাও বন্ধ হয়ে যায়। বাসায় অক্সিজেন সিলিন্ডার এনে রেখেছেন। প্রায় দিন স্যালাইন দিতে হয়। ইতোধ্যেই অনেক ঋণগ্রস্থ হয়ে গেছে। এক ছেলের আয়ে খাবার জোগাতেই কষ্ট হচ্ছে। এ অবস্থায় ভালো কোন হাসপাতালে নিয়ে চিকিৎসা করার সামর্থ্যটুকু নেই।

হৃদয়বানের সহযোগিতা পেলে স্বামীকে ভালোমানের চিকিৎসা করানোর স্বপ্ন দেখেন জোসনা বেগম।

কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, আগেও কিছু সহযোগিতা করেছি আরও সহযোগিতার চেষ্টা করবো।