শরনখোলায় প্রতিপক্ষের আঘাতে গৃহবধু আহত


সাব্বির হোসেন, শরনখোলা (বাগেরহাট) প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২১, ৭:০৭ পূর্বাহ্ন / ১৭২
শরনখোলায় প্রতিপক্ষের আঘাতে গৃহবধু আহত

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ননদের ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন ভাবী সুমি বেগম। আহত গৃহবধুকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।

আহত গৃহবধুর স্বামী ইসারুল আকন জানান, তার বোন হালিমোন বেগম ও ভগ্নিপতি আলতাফ মৃধার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছে। মঙ্গলবার সকালে সে বাড়ীতে না থাকার সুযোগে বোন হালিমোন, তার স্বামী আলতাফ ও তাসলিমা বেগম তার বাড়ীতে এসে পরিকল্পিতভাবে তার স্ত্রী সুমি বেগমকে মারধর করে।মারধরের এক পর্যায়ে হালিমোন ইট দিয়ে সুমির মাথায় আঘাত করলে সে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।

এ সময় সুমির সন্তানদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত  চলে যায়। খবর পেয়ে বাড়ীতে এসে প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত সুমি বেগমকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে গৃহবধুর স্বামী জানিয়েছেন।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, ইটের আঘাতে গৃহবধুর আহতের খবর তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।