যশোরে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা


লোটাস আহমেদ শুভ, যশোর প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২১, ৭:২৬ পূর্বাহ্ন / ১৭৯
যশোরে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা
যশোরে মুজিব বর্ষ উপলক্ষে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) বিকালে যশোর পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহরের পূর্ব বারান্দি নাথপাড়ায় এই ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ও শহর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নওয়াব আলী সরদার, আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফ সাঈদ প্রমুখ।