ঝিনাইদহে সাবেক খেলোয়াড় ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সাজেদুল করিম বাবুর মৃত্যুতে স্বরণসভা ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলার সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে শহরের ফ্যামিলি কোন রেস্টুরেন্টে স্মরণসভার আয়োজন করে খেলোয়াড়দের সংগঠন ক্রিকেট ফ্যামিলি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুর রহমান রাসেল, ক্রীড়া সংগঠক আবুল কাশেম হাসু, রীনা কাপুর ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খোকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় ফজলুর মোহাম্মদ পাভেল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাজেদুল করিম বাবুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply