ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ঘোষিত মেয়র প্রার্থী পরিবর্তনের দাবীতে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে কোটচাঁদপুর পৌরসভার মেন বাজার পায়রা চত্বরে পৌর আহ্বয়ক কমিটির সদস্য মোঃ নুরুন্নবী ইউসুফ (শান্তি) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের আহ্বায়ক পৌর মেয়র পদপ্রাথী মোঃ সহিদুজ্জামান সেলিম, পৌর আওয়ামিলীগের সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, ছাত্রলীগের সাবেক সভাপতি প্রদীপ কুমার হালদার, যুবলীগ নেতা শেখ মোঃ হেকিম, সেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক আরিফ শেখ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগ নেতা শেখ ফয়সাল, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এস এম শামিম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার সাধারন মানুষের একাংশ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃবৃন্দ আসন্ন কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহনাজ আলীর নাম বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
Leave a Reply