চাঁদপুর জেলা ছাত্রদল সভাপতি ঈমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৫ জানুয়ারী) সকালে শহরের কালিবাড়ী গুয়াখোলা রাস্তার মাথা থেকে তাদের রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ঈমান গাজী শহরের গুয়াখোলা এলাকার মৃত আবুল খায়ের গাজীর ছেলে এবং শাহরিয়ার একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে বলে জানা যায়।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক এসআই রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’জনইে ২০১৮ সালের রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামী। র্বতমানে তারা থানা হেফাজতে রয়েছে। এ সময় অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহরিয়ার সকালে বাসা থকেে বের হয়ে বড় স্টেশন ঘাটে মাছ ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেন।
দুই নেতাকে গ্রেফতার প্রতিবাদে তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি, ছাত্রদল, যুবদলের স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply