আসন্ন সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার। ৯ জানুয়ারি (শনিবার) বিকেলে দলীয় সভানেত্রীর ধানমন্ডী কার্যালয়ে নিজের মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মাঝে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ সাঈদ, কার্যনির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ছালেহ, পৌর আওয়ামীলীগ নেতা খালেদ মোহাম্মদ জুয়েল, আলাউদ্দিন, মোহাম্মদ সাবের, মোহাম্মদ সেলিম, তৌহিদ মোহাম্মদ আইয়ুববাচ্চু, মোহাম্মদ জাকারিয়া, মহিলা আওয়ামীলীগ নেত্রী রাধা রানী চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কায়কোবাদ ওসমানী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জসিম উদ্দিন লিটন, পৌর যুলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মিন্টু, ছাত্রলীগ নেতা আরফাত আলী চৌধুরী।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ জানুয়ারি।
Leave a Reply