জয়পুরহাট জেলার কালাই উপজেলার গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ মহসীন আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ ইসলামী শ্রম আন্দোলনে মরহুম মোহাম্মদ মহসীন আলীর অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।
প্রসঙ্গত, মরহুম মোহাম্মদ মহসীন আলী করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ জুন) রাত ৩ টার দিকে বগুড়া শহীদ
জিয়াউর রহমান হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা পরদিন বুধবার সকাল ১১ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply