আরও একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা।
শুক্রবার (১৮ জুন) সকালে ইসরায়েলের ওই ড্রোন গাজার পশ্চিমে ধ্বংস করা হয়।
জানা গেছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি
ঘাঁটিতে হামলা চালায়। এসময় একটি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনিরা।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১২ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এরপরও দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীদের বর্বরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply