চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন বদ্দারহাট এলাকায় একটি ফ্ল্যাটে গড়ে তোলা মদ তৈরির কারখানায় অভিযান
চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা ৬ জনই রাঙামাটি জেলার বাসিন্দা। তারা হলেন- উচির দোয়াই মারমা (88), মাসাং মারমা (৪০), আইজিং
মারমা (৩৩), যে মারমা (৪০), আছেমা মারমা (৩০) ও ইইয়ং মারমা (২০)।
রবিবার (২৭ জুন) পাঁচলাইশ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক এ তথ্য দেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচশাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে, খতিবেরহাট এলাকায়
মসজিদের পশ্চিম পাশে কবরস্থান ও মাদরাসার পিছনে একটি পাঁচ তলা ভবনের ৫ম তলায় দুটি ফ্ল্যাট থেকে ৭শ ৬ লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়।
এই সময় মাদক কারবারী ও মদ তৈরির কারিগরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, আটককৃত দেশি চোলাই মদ বিক্রেতারা পুলিশের নজর এড়াতে কবরস্থান ও মাদরাসার পাশের ভবনে ফ্ল্যাট
ভাড়া করে গড়ে তুলেছিল মদ তৈরির কারখানা। তাদের তৈরিকৃত দেশি মদ সহজে ও বেশি দামে নগরের বিভিন্ন স্থানে
বিক্রি করার জন্য এই কারখানায় বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারীরা আসত।
Leave a Reply