আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ইমামতি কোনো পেশা নয় বরং এটি একটি মহান দায়িত্ব। রাসুল স: ইমাম ও মুয়াজ্জিনের জন্য দোয়া করেছেন, ‘ইমাম হলেন জিম্মাদার আর মুয়াজ্জিন হলেন আমানতদার।’
এ সময় তিনি দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন কাঠামো ও নীতিমালা প্রণয়নের দাবি জানান।
শনিবার (০৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আয়োজিত ইমাম সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, মসজিদের ইমাম যেমন জাতির আমলগত সংস্কারের জিম্মাদার তেমনি আকিদাগত সংস্কার ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও দায়িত্বশীল। বাতিল আকিদা ও মতবাদকে খণ্ডন করা এবং ভ্রান্ত চিন্তাধারার মূলোৎপাটন করা তাদের প্রধান দায়িত্ব। যদি রাষ্ট্রে আল্লাহর একত্ববাদ পরিপন্থী কোনো আওয়াজ উঠে অথবা রাসুলের স: রিসালাতের অবমাননা করা হয় তাহলে বাতিল শক্তির এসব ষড়যন্ত্র সম্পর্কে জাতিকে সতর্ক করা ও প্রতিবাদ-প্রতিরোধ করাও ইমামদের কর্তব্য।
জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা আহ্বায়ক হাফেজ হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মো: জহিরুল হক, জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলার উপদেষ্টা মুফতি আব্দুল হালিম, জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলার প্রধান উপদেষ্টা কাজী মো: মোসলেহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে ২৫ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :