কক্সবাজারে বিপুল ইয়াবাসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার


সংবাদদাতা, কক্সবাজার প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২০, ২:২৪ অপরাহ্ন / ১৩১
কক্সবাজারে বিপুল ইয়াবাসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

পর্যটন জেলা কক্সবাজারের উখিয়ায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজু আমতলী মিয়ানমার সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় জড়িত থাকার অভিযোগে ৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, উখিয়ার কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প এফ/৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মোঃ সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ/১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), সি/১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মোঃ জুবায়ের (২০) ও ৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকের মৃত সামসুল আলমের ছেলে নুর আলম (৩০)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-অধিনায়ক মো: আবদুল আজিজ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন উখিয়ার রেজু আমতলীস্থ বিওপি সদস্যরা জানতে পারেন কিছু ইয়াবাপাচারকারি বেশ কিছু ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এ খবরে বিওপির সদস্যরা উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র বাগানপাড়া ফিশারীঘাট নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে সকালের দিকে ৪ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তাদের শরীর তল্লাশী করে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি ষাট লাখ টাকা। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধুমাত্র কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩২ পিস ইয়াবাসহ ২৮৫ জন আসামিকে আটক করেছে।