কথা সাহিত্যিক, সংগঠক, সাংবাদিক ও আইনজীবী এম এ বাশার টিপু আর নেই। বৃহস্পতিবার দিবাগত (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় নগরীর সেনপাড়ার বাসায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। ৭ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
শুক্রবার সকালে জন্মস্থান রাধাবল্লভের বাসায় মরদেহ নেয়া হয়। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ও আইনজীবীরা ছুটে যান শেষবার এক নজর দেখার জন্য। পরে বাদ জুমা রংপুরের কালেক্টরেট জাতীয় ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।
এম এ বাশার টিপু’র সংক্ষিপ্ত জীবনীঃ
বিশিষ্ট কথাসাহিত্যিক এম. এ বাশার রংপুরের রাধারবল্লভে ১৪ আগষ্ট ১৯৫৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি রংপুর জিলা স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে কারমাইকেল কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। রংপুর আইন মহাবিদ্যালয় হতে এল.এল.বি সম্পন্ন করে রংপুর জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। এডভোকেট এম এ বাশার টিপু অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুর’র সভাপতি হিসাবে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রংপুর’র তিস্তা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’র সভাপতি, আরডিআরএস পরিচালিত বেগম রোকেয়া ফোরাম রংপুরের সিনিয়র সহ-সভাপতি, বৃহত্তর রংপুরের রঙ্গপুর গবেষণা পরিষদের রংপুর বিভাগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সামাজিক ও নাগরিক সংগঠন ‘নতুন ধারা’ আহ্বায়ক, পরিবেশবাদী সংগঠনের আহ্বায়ক, রংপুর জেলা হিউম্যান রাইটস এন্ড পীচ ফর বাংলাদেশ এর সভাপতি, রংপুর আইন মহাবিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য, মর্ণিং গ্লোরী চিলড্রেন্স স্কুল’র পরিচালক প্রধান, রাধাবল্লভ বালিকা উচ্চ বিদ্যালয়’র সভাপতি, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও সহ-সভাপতি, রংপুর জেলা প্রতিবন্ধী আইন সহায়তা কমিটির সভাপতি ও প্রতিবন্ধীদের জেলা কর্মসংস্থান বিষয়ক সংগঠনের সভাপতি, বার কমপ্লেক্স বিপনী বিতান মালিক সমিতির সম্পাদক, রংপুর জেলা ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, রংপুর সিটি কর্পোরেশন’র আইন উপদেষ্টা, ব্লাস্টের সদস্য, বাংলা একাডেমীর আজীবন সদস্য, আজীবন সদস্য প্রেসক্লাব রংপুর, পূর্ব পর্যটন পাড়া মসজিদ মাদ্রাসা ও এতিমখানার সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।
আপনার মতামত লিখুন :