কাউনিয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২০, ২:১৪ অপরাহ্ন / ২৪৯
কাউনিয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ

বুধবার (৩০ ডিসেম্বর) কুড়িগ্রাম থেকে রংপুর আসার পথে এক গৃহবধূকে সাজু মিয়া নামে পূর্বপরিচিত এক যুবক ‘কথা আছে’ বলে কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে নেন। পরে ওই গৃহবধূকে কৌশলে মানাস নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন সাজু মিয়া। পরে আরও চার যুবক পালাক্রমে রাতভর তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলেন। পাষান্ডরা সংজ্ঞাহীন অবস্থায় ওই গৃহবধূকে ফেলে রেখে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, ৩০ বছরের ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে কাউনিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব-কানাইঘাটের আব্দুল আখেরের ছেলে সাজু মিয়া, পূর্ব-চানঘাটের আব্দুল কাদেরের ছেলে রাজু আহমেদ, বল্লভ বিষু গ্রামের আবুল কাশেমের ছেলে আহসান কবীর সোহান ও তার ভাই আলমগীর হোসেন।