কিশোরগঞ্জে মস‌জি‌দের দানবাক্সে ১২ বস্তা টাকা!


সংবাদদাতা, কিশোরগঞ্জ প্রকাশের সময় : জুন ১৯, ২০২১, ৯:১৫ পূর্বাহ্ন / ৪৫০
কিশোরগঞ্জে মস‌জি‌দের দানবাক্সে ১২ বস্তা টাকা!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮‌টি দানবাক্স খোলা হ‌য়ে‌ছে। ৮‌টি দানবাক্স থে‌কে ১২ বস্তা টাকা পাওয়া গে‌ছে। এখন চল‌ছে টাকা গণনা।

শ‌নিবার (১৯ জুন) সকাল পৌ‌নে ৯টার দি‌কে জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মস‌জিদ কমি‌টি ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ম‌ধ্যে সিন্দুকগু‌লো খোলা হয়।

জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের অতিরিক্ত ম্যা‌জি‌স্ট্রেট ফ‌রিদা ইয়াস‌মিন, নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, ‌মো. ইব্রা‌হিম ও মো. উবায়দুর রহমান শা‌হেল জানান, টাকা গোনা শেষ হতে বি‌কেল হ‌য়ে যা‌বে।

টাকা গোনা শেষ হ‌লে হিসাব ক‌রে ব্যাং‌কে জমা রাখা হ‌বে।

এর আগে গত ২৩ জানুয়ারি দানবাক্স খোলা হয়েছিল।

তখন সর্বোচ্চ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।