“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” আমি বাঁচতে চাই আমাকে বাঁচান। কাঁদতে কাঁদতে এভাবেই বাঁচার আকুতি জানান জান্নাতুল ফেরদৌস।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজর পাড়া এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াসের কন্যা জান্নাতুল ফেরদৌস।
সে দীর্ঘদিন ধরে ব্রোনক্যান্সারে আক্রান্ত এবং সেকারণে তার একটি পা কেটে ফেলা হয়েছে।
তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ে আরো প্রচুর টাকা প্রয়োজন।
এদিকে তার সংসার চলছে অনাহার-িঅর্ধহারে। তারপক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব না। একমাত্র উপার্জনকারী ব্যক্তি বাবা মারা গেছেন ৪/৫ বছর আগে। ৪ বোন ২ভাইয়ের মধ্যে জান্নাতুল ফেরদৌস সবার বড়।
সে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ব্রোন ক্যান্সারের কারণে হারিয়ে যেতে বসেছে লেখাপড়া। নেই মাথা গুঁজার ঠাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তশালীদের কাছে চেয়েছেন সাহায্য/সহযোগিতা।
সে লেখাপড়া করে সংসারের হাল ধরতে চান। নিজেকে বাঁচানোর আকুতি জানান।
তার মা জাহানারা বেগম বলেন, এরই মধ্যে মেয়ের ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আর তাই মেয়েকে বাঁচাতে শেষ ভরসা প্রধানমন্ত্রী সহ সমাজের বৃত্তবান মানুষের সহযোগিতা। আমার কন্যার সু – চিকিৎসার জন্যর আরো অনেক টাকার প্রয়োজন । আমার মত অসহায় মাতার মেয়ের চিকিৎসার জন্য আপনাদের আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন ।
অন্যথায় মেয়ের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে।
আমি অপারগ হয়ে আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি।
হিসাবের নাম- জাহানারা বেগম সোনালী ব্যাংক , সাতকানিয়া শাখা সঞ্চয়ী হিসাব নং- ১২১৪৬০১০১৩৬৪৩।
মোবাইল-01849-963176
আপনার মতামত লিখুন :