পরিদর্শক আফজাল বলেন, প্রবাসীর এই স্ত্রী তরগাঁও এলাকায় তার মায়ের বাড়িতে বেড়াতে আসার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সাখাওয়াত। পরে তাকে কৌশলে নবীপুর নর্দারটেকে নিয়ে কড়ইগাছতলায় দলবেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
“তাছাড়া আসামিরা গৃহবধূকে আটকে রেখে তার মায়ের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। মা থানায় মামলা করলে পুলিশ তাকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে।”
তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়েছেন পরিদর্শক আফজাল হোসেন।
আপনার মতামত লিখুন :