চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া কমিটির সভা


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৩:১০ অপরাহ্ন /
চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া কমিটির সভা

চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উপলক্ষে মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. মসিউল আলম স্বপন ও সদস্য শওকত আজম খাজা।

মিডিয়া কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, তৌহিদুল সালাম নিশাদ, নুর জাহেদ বাবলু, মিডিয়া কমিটির সদস্য সুলতান মাহমুদ সেলিম, হাসান মুকুল, ইমরান এমি, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম মারুফ প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের খেলা লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সভায় সার্বিক বিষয়ে আলোচনা হয়। খেলার দিন সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড সরবরাহ, মিডিয়া বক্স উন্নয়ন, প্রত্যেক মিডিয়া হাউসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।