চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নেজামুল হক মাসুম (৩০) নামের এক গণমাধ্যম কর্মী।
বুধবার (৩০জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর ডলুব্রীজ এলাকায় ট্রাক চাপায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
নিহত সাংবাদিক মাসুম সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গার মাস্টার নুরুল হকের ছেলে।
তিনি অনলাইন নিউজ পোর্টাল সিটিজি সংবাদ ডট কম-এ সাতকানিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে পাঁচটায় চকরিয়ার নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে সাতকানিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন মাসুম।
এসময় তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর ডলু ব্রীজে পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি আবদুর রব জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ ও লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :