চন্দনাইশে কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান


মোঃ হামিদুর রহমান শাকিল, চট্টগ্রাম প্রকাশের সময় : জুলাই ১, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ন / ৪৫৭
চন্দনাইশে কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান

চট্টগ্রামের চন্দনাইশে মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে উপজেলা সদর, বাগিচাহাট, খানবটতল, দোহাজারী পৌরসভা সদরে পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে  দোহাজারী পৌরসভায় মাংস বিক্রেতা সাব্বির হোসেনকে ৩ হাজার, আল মদিনা ফার্মেসীকে ১ হাজার,

রিমা মেডিকেলকে ৫ শ টাকা, বাগিচাহাট এলাকার জেবল হোসেন ফার্নিচারকে ১ হাজার, সাতগাউছিয়া ফার্নিচারকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।

পাশাপাশি মোটরসাইকেল চালক পরানকে ৫শ, রিকশাযাত্রী আহমদ ছফাকে ৩শ, পথচারী জাহেদুল ইসলামকে ২শ,

প্রিয়তোষকে ১শ টাকাসহ সর্বমোট ৭হাজার ৬শটাকা জরিমানা করা হয়।

অভিযানের সময়  উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, চন্দনাইশ থানা অফিসার

ইনচার্জ নাছির উদ্দীন সরকার।