চসিকে বিজয়ী কাউন্সিলর যারা


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২১, ৮:০৮ পূর্বাহ্ন / ১৩৭
চসিকে বিজয়ী কাউন্সিলর যারা

বুধবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা: শাহাদাত হোসেন আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে হেরেছেন বিশাল ভোটের ব্যবধানে। তাই নয়, ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদেও বিএনপি-জামায়াতের কেউ জয়ী হতে পারেননি।

২০১৫ সালের নির্বাচনে তাদের ৯ জন প্রার্থী জয়ী হয়েছিলেন। এবারের ৫৪ বিজয়ীর মধ্যে সবাই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী। সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৫ পদের মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন জয়ী হয়েছেন। আর এক প্রার্থীর মৃত্যুর কারণে ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন হয়নি।

 কাউন্সিলরগণ:

১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গাজী মো. শফিউল আজম, ২ নং জালালাবাদে ওয়ার্ডে সাহেদ ইকবাল, ৩ নং ওয়ার্ডে পাঁচলাইশে মো. শফিকুল ইসলাম, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে এসরারুল হক, ৫ নং মোহরা ওয়ার্ডে মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নং পূর্ব ষোলোশহর ওয়ার্ডে এম আশরাফুল আলম, ৭ নং পশ্চিম ষোলোশহর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নং শুলকবহর ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জহুরুল আলম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে নিছার উদ্দিন আহমেদ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মো. ইসমাইল, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে নুরুল আমিন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে আবুল হাসনাত বেলাল, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে মোহাম্মদ গিয়াস উদ্দীন, ১৬ নং চকবাজার ওয়ার্ডে সাইয়েদ গোলাম হায়দার, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মোহাম্মদ শহিদুল আলম, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নুরুল আলম, ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নং জামালখান ওয়ার্ডে শৈবাল দাশ, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে সলিম উল্লাহ, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নাজমুল হক, ২৫ নং রামপুর ওয়ার্ডে আবদুস সবুর, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে মো. ইলিয়াছ, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫ নং বকশিরহাট ওয়ার্ডে নুরুল হক, ৩৬ নং গোসাইলডাঙা ওয়ার্ডে মো. মোর্শেদ আলী, ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে আবদুল মান্নান, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে আবদুল বারেক ও ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ছালেহ আহম্মদ চৌধুরী।

সংরক্ষিত কাউন্সিলর

১ নং ওয়ার্ডে ফেরদৌস বেগম, ২ নং ওয়ার্ডে জোবাইরা নার্গিস খান, ৩ নং ওয়ার্ডে জেসমিন পারভীন, ৪ নং ওয়ার্ডে তছলিমা বেগম, ৫ নং ওয়ার্ডে আঞ্জুমান আরা, ৬ নং ওয়ার্ডে শাহীন আকতার, ৭ নং ওয়ার্ডে রুমকি সেন, ৮ নং ওয়ার্ডে নীলু নাগ, ৯ নং ওয়ার্ডে জাহেদা বেগম, ১০ নং ওয়ার্ডে হুরে আরা বেগম, ১১ নং ওয়ার্ডে ফেরদৌসি আকবর, ১২ নং ওয়ার্ডে আফরোজা জহুর, ১৩ নং ওয়ার্ডে লুৎফুন্নেছা দোভাষ ও ১৪ নং ওয়ার্ডে শাহনূর বেগম জয়ী হয়েছেন।