জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স বিভাগ।
সোমবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্ধারিত খেলায় ৩-৩ এ সমতার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় ফিন্যান্স বিভাগ। শুরুর দিকে ৩-১ গোলে ইংরেজি বিভাগ এগিয়ে থাকলেও পরবর্তীতে সমতা ফিরিয়ে আনে ফিন্যান্স বিভাগ। পরবর্তীতে টাইব্রেকারে জয়ী হয় ফিন্যান্স।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্সআপ দলের কাউসার আলম। সর্বোচ্চ (৫টি) গোলদাতার পুরস্কার যৌথভাবে লাভ করেন মার্কেটিং বিভাগের আল হোসেন ও রানার্সআপদলের কাউসার আলম। সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ফয়সাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড.মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি উপভোগ্য ও সফলভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। খেলার মাঠটিকে সবুজায়ন ও উপযোগী করে গড়ে তুলার পদক্ষেপ নেওয়া হবে।
ক্রীড়া উপ-কমিটি (ফুটবল ও হকি) আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূরের সভাপতিত্বে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ ওমর ফারুকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :