জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান-সদস্যদের অব্যাহতি না দিতে স্মারকলিপি


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন /
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান-সদস্যদের অব্যাহতি না দিতে স্মারকলিপি

জয়পুরহাটের সদর উপজেলার  ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ধলাহার  ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন, ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম সহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

এ সময় জনপ্রতিনিধিরা উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা মামলায় পলাতক আছে ও পরিষদে অনুপস্থিত আছে তারা অপসারণ হয়েছে। আর আমরা যারা নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণের সেবা দিয়ে দিচ্ছি, তাদেরকে অপসারণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।