জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন /
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন

জামায়াতক-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতার স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ‘৭১।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে শুধু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করলেই চলবে না- তাদের সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জামায়াত-শিবিরের জঙ্গি কার্যক্রম বন্ধ করতে হলে তাদের সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানও নিষিদ্ধ জরুরি। জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ যেন একই আদর্শে নতুন করে কোনো রাজনৈতিক দল গঠন করতে না পারে- সেইদিকে লক্ষ্য রাখতে হবে।

এই জঙ্গি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নিকট অতীতে সবচেয়ে মোক্ষম সময় ছিল শাহবাগ গণজাগরণ আন্দোলন। বলাচলে, সেই সময় প্রায় পুরো জাতিই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সোচ্চার ছিলেন।দীর্ঘসময় পরে হলেও মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তির রাজনৈতিক সংগঠন ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে নিষিদ্ধ করায় সরকারকে পুনরায় অভিনন্দন জানাই।