ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত


Array প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২১, ১২:৪২ অপরাহ্ন / ১৭১
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও শহরের দুরামারি নামক এলাকায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শামসুদ্দিন হোসেন (৪৫)। তাঁর বাড়ি মাতৃকা এলাকায়।

বুধবার (২৭ জানুয়ারী) সকাল ৭.৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

সদর থানার এসআই হিরোম নয় জানান, সাইকেলের চালক ট্রাকচাপায় মারা গেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তাঁরা মাতৃকা থেকে একটি সাইকেল নগরের ঠাকুরগাঁও কাঁচামাল আড়তের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে ট্রাক তাঁকে চাপা দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।