দু’মামলাতেই জামিন পেলেন ইরফান সেলিম


আইন আদালত ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২১, ১১:২২ পূর্বাহ্ন / ২২১
দু’মামলাতেই জামিন পেলেন ইরফান সেলিম

আওয়ামীলীগের সাংসদ হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর (পরে বরখাস্ত) ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে মদ্যপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহারের দু’টি অভিযোগে  এক বছর করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের সাজা দেওয়া সে দুই মামলায় জামিন পেয়েছেন ইরফান সেলিম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ বলেন, ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে আপিল করা হয়। মাদক সংক্রান্ত অভিযোগের সাজায় আজ জামিন হয়েছে। ওয়াকিটকি রাখার দায়ে দেওয়া সাজায় ৩ জানুয়ারি জামিন পেয়েছেন।